News71.com
 International
 27 Aug 16, 09:52 PM
 398           
 0
 27 Aug 16, 09:52 PM

উ. কোরিয়ার বিরুদ্ধে ‘তাৎপর্যপূর্ণ ব্যবস্থা’ নিতে একমত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।।

উ. কোরিয়ার বিরুদ্ধে ‘তাৎপর্যপূর্ণ ব্যবস্থা’ নিতে একমত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেইসঙ্গে দেশটির ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে ‘তাৎপর্যপূর্ণ পদক্ষেপ’ গ্রহণের ব্যাপারেও সম্মত হয়েছে তারা।

১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার কঠোর ভাষায় নিন্দা জানানো একটি সর্বসম্মত বিবৃতি প্রকাশ করে। বিবৃতিটির খসড়া প্রণয়ন করে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় মিত্র হিসেবে পরিচিত চীন এতে সমর্থন জানিয়েছে।

বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এই ব্যবস্থা সামরিক নাকি অর্থনৈতিক হবে তা পরিষ্কার করা হয়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে উত্তর কোরিয়া তাদের প্রথম পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির ওপর পাঁচ দফা নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘ। উত্তর কোরিয়ার ডুবোজাহাজ থেকে জাপানের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন