
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হাসপাতালে আগুন লেগে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো এক শিশু আহত হয়েছে। এছাড়াও ঘন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে বহু রোগী।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। এসময় হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরে ফায়ার ব্রিগেডের দুইটি ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।