News71.com
 International
 27 Aug 16, 09:23 PM
 360           
 0
 27 Aug 16, 09:23 PM

অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গঠন।।

অলিম্পিকের জন্য টাস্ক ফোর্স গঠন।।

আন্তর্জাতিক ডেস্কঃ রিও অলিম্পিকে ভারতবাসী অনেকটাই হতাশ। দেশের জন্য পদক এনে দিয়েছেন সিন্ধু ও সাক্ষী। আর পদক না পেলেও মুখ উজ্জ্বল করেছেন দীপা কর্মকার। কিন্তু সামগ্রিকভাবে দেখলে সদ্য শেষ হওয়া অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা হেঁটেছেন ব্যর্থতার মিছিলে। কীভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা যায় বা কীভাবে অলিম্পিকে ভালো কিছু করা সম্ভব তা খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।


গতকাল শুক্রবার (২৬ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকের পর টাস্ক ফোর্স তৈরির কথা জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু ২০২০ টোকিও নয়, আগামী তিনটি অলিম্পিকের কথা ভেবেই এই টাস্ক ফোর্স তৈরি করা হবে।


উল্লেখ্য যে, সামগ্রিক পরিকাঠামো, অন্যান্য সুযোগ-সুবিধে, ট্রেনিং, প্লেয়ার বাছাই সহ সব নিয়েই চিন্তাভাবনা করবে এই টাস্ক ফোর্স। ২০২০, ২০২৪, ২০২৮- এই তিনটি গেমসের জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এই টাস্ক ফোর্স, যেখানে থাকবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।‌‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন