
নিউজ ডেকঃ এখন থেকে হাজি আলি দরগার ভিতরের কক্ষে নারীরাও অনুপ্রবেশ করতে পারবে। এই রায় দিয়েছে মুম্বাই উচ্চ আদালত। গতকাল শুক্রবার এই রায় দেয়া হয়। এর আগে ২০১২ সালের মার্চ এবং জুন মাসের মাঝামাঝি সময়ে হাজি আলি দরগার কর্তৃপক্ষ ফতোয়া জারি করে দরগার ভিতরের কক্ষে নারীদের প্রবেশ নিষিদ্ধ করে।
এর বিরুদ্ধে রাজু মোরে নামের এক ব্যক্তি মুম্বাই আদালতে একটি জনস্বার্থ মামলা করেন। বিচারপতিদের একটি বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি চলে। মামলা চলার সময়ে ভারতীয় সংবিধানের ১৪, ১৫ এবং ২১ নম্বর ধারার উপরে ভিত্তি করেই শুনানি হয়।
শুক্রবার আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সংবিধানের ১৪, ১৫ এবং ২১ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিকের যে যে অধিকার পাওয়ার কথা তা এখানে খর্ব করা হয়েছে। হাজি আলি দরগার কর্তৃপক্ষের জারি করা ফতোয়া সম্পূর্ণ বেআইনি।