News71.com
 International
 27 Aug 16, 11:36 AM
 390           
 0
 27 Aug 16, 11:36 AM

মারা গেছেন অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার বাবা  ।।  

মারা গেছেন অলিম্পিকে স্বর্ণজয়ী মার্গারিটার বাবা  ।।       

 

নিউজ ডেস্কঃ  মারা গেছেন অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুনের বাবা। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৫টায় রাশিয়ার মস্কোতে মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু হয়।

আবদুল্লাহ আল মামুনের বাড়ি রাজশাহীতে। তিনি মস্কো প্রবাসী একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। মার্গারিটার মা আনা রাশিয়ান নাগরিক ও সাবেক জিমন্যাস্ট। মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে।

রিও অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেট হিসেবে অংশ নিয়ে রিদমিক জিমন্যাস্টিকস-উইমেন'স ইনডিভিজুয়াল অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জয় করে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মার্গারিটা মামুন। বর্তমানে এই ইভেন্টের বিশ্ব র্যা ঙ্কিংয়ে এক নম্বরে আছেন মার্গারিটা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন