News71.com
 International
 27 Aug 16, 11:32 AM
 384           
 0
 27 Aug 16, 11:32 AM

ক্যানসারে আক্রান্ত শিশুর জন্য অলিম্পিকের পদক বিক্রি করলেন পোল্যান্ডের পিয়ত্র মালাচোয়াস্কি।।

ক্যানসারে আক্রান্ত শিশুর জন্য অলিম্পিকের পদক বিক্রি করলেন পোল্যান্ডের পিয়ত্র মালাচোয়াস্কি।।

আন্তর্জাতিক ডেস্কঃ একবিংশ শতকে স্পোর্টসম্যানশিপের অতি বিরল ছবি বোধহয় এটাই। রিও অলিম্পিকে পদকজয়ী অ্যাথলিট নিজের রূপার পদক বিক্রি করে আর্থিক সাহায্য করলেন ৩ বছরের ক্যান্সারে আক্রান্ত শিশুকে। ৩৩ বছর বয়সী ডিসকাস বিশ্ব চ্যাম্পিয়পন পোল্যান্ডের পিয়ত্র মালাচোয়াস্কি রিও অলিম্পিকে রূপা জিতেছেন। ৪ বছরের নিরলস প্রচেষ্টার পর যে সম্মান, বিশ্ব জয়ের যে স্পর্ধা তিনি অর্জন করেছেন, সেটাই অবলীলাক্রমে তিনি বিক্রি করে দিলেন।

কারণ তার কাছে আর্থিক সাহায্য চেয়েছিল ওই ক্যান্সার আক্রান্ত শিশুর মা। তাই নিজের সবথেকে বরপ্রাপ্তিই ‘বিসর্জন’ দিলেন পোল্যান্ডের অলিম্পিয়ান পিয়ত্র মালাচোয়াস্কি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে অলিম্পিয়ান পিয়ত্র মালাচোয়াস্কি লেখেন, “আমি অলিম্পিকে সোনার জন্য লড়াই করেছি। তবে এই লড়াই অলিম্পিকে সোনার থেকেও বড়, অমূল্য। আমার রূপা পদকের মূল্য আরও বাড়িয়ে দেওয়ার সুযোগ এটাই”। এদিকে শুধু নিজের পদক বিক্রিই নয়, অন্যদেরকেও ক্যান্সার আক্রান্ত শিশুকে সাহায্য করার আবেদন জানিয়েছেন মালাচোয়াস্কি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন