News71.com
 International
 27 Aug 16, 11:30 AM
 371           
 0
 27 Aug 16, 11:30 AM

সীমান্তে ভারতকে অশান্তি সৃষ্টি না করতে বলল চীন

সীমান্তে ভারতকে অশান্তি সৃষ্টি না করতে বলল চীন

 

আন্তর্জাতিক ডেস্ক: চীন ব্রক্ষোস ইস্যুতে মন্তব্য করেছে, ভারতের উচিৎ শান্তিস্থাপনে মনোযোগ দেয়া, অশান্তি নয়। গত বৃহস্পতিবার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত চীন সীমান্তে ক্রুজ মিসাইল মোতায়েন করে শান্তিভঙ্গ করতে চাইছে।

আর এর আগেও এই মিসাইল মোতায়েন করায় হুঁশিয়ারি দিয়েছিল চীন। আর এর জবাবও দিয়েছে ভারত। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এইভাবে শান্তিভঙ্গ না করে ভারত অন্য কিছু করতে পারে যাতে শান্তিস্থাপন হয়।’ ভারত তার উল্টো কাজই করছে।

চলতি মাসের শুরুতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ব্রহ্মোস সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়, অরুণাচল প্রদেশে চীনের সীমান্তে অত্যাধুনিক ব্রহ্মোস মিসাইল নিয়ে মোতায়েন থাকবে নতুন একটি রেজিমেন্ট। অরুণাচলের বিতর্কিত অংশে পাহারায় থাকবে এই বাহিনী। ব্রহ্মোস হল সবথেকে দ্রুততম ক্রজ মিশাইল। এটি ভূমি ও সমুদ্র দুই জায়গাতেই মোতায়েন করা যায়। মাটিতে থাকা ১০ মিটারের কোনো বস্তুকেই এই মিসাইল টার্গেট করতে পারে।

জানা গেছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল(LAC)-র ৪,০৫৭ কিলোমিটার জুড়ে চীনা সেনা ঘিরে ফেলায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অরুণাচল প্রদেশ চীন সীমান্তের সবথেকে কাছের রাজ্য। এই রাজ্য সবথেকে বেশি আশঙ্কায় থাকে। তাই অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের ৮৬৪ রেজিমেন্ট মোতায়েন করা হবে। একটা রেজিমেন্ট ৪ থেকে ৬টি ব্যাটারি ও ৩ থেকে ৪টি লঞ্চার অপারেট করতে পারে। এই রেজিমেন্টের থাকবে ১০০টি মিসাইল, ৫টি মোবাইল লঞ্চার ও মোবাইল কমান্ড পোস্ট। আগামী মাসে চীনের প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে দেখা হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তখন এই বিষয়ে কথা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন