
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহার রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ১৩৫ জনে দাঁড়িয়েছে। আর এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ১২ জন মারা গেছে। গঙ্গা নদীসহ বিভিন্ন নদীতে জল আরো বাড়ার কারণে এই মৃতের সংখ্যা বাড়ছে।
ওই রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলেছেন, ১২ জেলার ১ হাজার ৯৩৪ গ্রামে প্রায় ৩২ লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে গঙ্গাসহ বিভিন্ন নদীতে জল বেড়ে যাওয়ার কারণে বন্যা পরিস্থিতির এই অবনতি হচ্ছে। ৪ জেলায় ৭ টি পয়েন্টে এই জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত ১২টি জেলা হচ্ছে : বুক্সার, বুজপুর, পাটনা, বৈশালি, সরান, বেগুসারাই, সমাস্তিপুর, লক্ষ্মীসরাই, খাগারিয়া, মুংগার, ভাগলপুর এবং কাহালগাঁও।
আর এরই মধ্যে প্রায় ৪ লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার্তদের সহায়তায় ৪৩৩টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। আর এরই মধ্যে পৌনে ২ লক্ষ লোকের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এতে ২২৭টি মেডিকেল টিম কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ইতিমধ্যে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি দুর্গতদের নিরাপদে সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন।