News71.com
 International
 26 Aug 16, 11:33 AM
 342           
 0
 26 Aug 16, 11:33 AM

কেরির সফরে গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার ।। মার্কিন পররাষ্ট্র দফতরের আনুষ্ঠানিক ঘোষণা

কেরির সফরে গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার ।। মার্কিন পররাষ্ট্র দফতরের আনুষ্ঠানিক ঘোষণা

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘমেয়াদি ও বিস্তৃত সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নিয়ে ২৯ আগস্ট ঢাকা সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতর জন কেরির সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। পররাষ্ট্র দফতরের গণমাধ্যম সম্পর্ক বিষয়ক কার্যালয়ের পরিচালক এলিজাবেথ ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে জন কেরি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের  সঙ্গে আলোচনা করবেন। তবে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ওপরেই জোর দেবেন তিনি।

প্রসঙ্গত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফর সফল করতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে ২৯ আগস্ট একদিনের সফরে জন কেরি ঢাকায় এলেও থাকবেন ১২ ঘণ্টারও কম সময়। এ সময় বিবেচনা করেই কর্মসূচি প্রণয়ন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাস। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন জন কেরি।

এদিকে বিবৃতিতে আরো বলা হয়েছে, আগামী ২৯ থেকে ৩১ আগস্ট জন কেরি ভারতের নয়াদিল্লি সফর করবেন।  সেখানে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ৩০ আগস্ট কেরি এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী পেনি প্রিত্স্কার যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার দ্বিতীয় কৌশলগত ও বাণিজ্যিক সংলাপে (স্ট্র্যাটেজিক অ্যান্ড কমার্শিয়াল ডায়ালগ—এসঅ্যান্ডসিডি) সহ-সভাপতিত্ব করবেন। সংলাপে ভারতের পক্ষে সহ-সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারাম। এসঅ্যান্ডসিডি যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, জীবিকা, ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন এবং বিশ্বব্যাপী টেকসই আইনের শাসন এগিয়ে নিয়ে যাওয়ার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন