News71.com
 International
 26 Aug 16, 11:29 AM
 344           
 0
 26 Aug 16, 11:29 AM

সোমালিয়ায় রাজধানী মোগাদিসু'র সাগর পাড়ে একটি রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলা, নিহত ৭ ।।

সোমালিয়ায় রাজধানী মোগাদিসু'র সাগর পাড়ে একটি রেস্টুরেন্টে বন্দুকধারীর হামলা, নিহত ৭ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সাগর পাড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টে বোমা ও বন্দুক হামলায় অন্তত ৭জন নিহত হয়েছেন। সোমালিয়া পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ মাধ্যম এ খবর প্রকাশ করেছে ।পুলিশ সূত্রে জানা গেছে, লিডো এলাকায় বানাদির বিচ ক্লাবের বাইরে প্রথমে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর পরই ভবনে প্রবেশ করে বন্দুকধারীরা। গতকাল রাতে ৬ ঘণ্টার অভিযানে ২ হামলাকারী নিহত হয়। তাছাড়া এক হামলাকারীকে গ্রেফতার করার কথাও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী আল শাবাব মোগাদিসুসহ সোমালিয়ার বিভিন্ন জায়গায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। চলতি বছরের শুরুতে লিডো সৈকতের একটি রেস্টুরেন্টে আল শাবাবের হামলায় ১৭ জন নিহত হয়। আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী আল শাবাবকে ২০১১ সালের আগস্টে সোমালিয়া থেকে উচ্ছেদ করা হয়। তবে এখনও সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গি গোষ্ঠীটির তৎপরতা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন