News71.com
 International
 26 Aug 16, 10:49 AM
 399           
 0
 26 Aug 16, 10:49 AM

ভেঙে পড়ল বিশ্বের বৃহত্তম এয়ারক্র্যাফ্ট

ভেঙে পড়ল বিশ্বের বৃহত্তম এয়ারক্র্যাফ্ট

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভেঙে পড়ল বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্র্যাফ্ট৷ এক সপ্তাহ আগেই যাত্রা শুরু হয়েছিল এয়ারল্যান্ডার ১০-এর৷ গতকাল(২৪ আগস্ট) বুধবার ব্রিটেনের রানওয়েতে ক্র্যাশ ল্যান্ড করে এটি৷ জানা গেছে, ওইদিনই মাটিতে আছড়ে পড়ার পরই ক্ষতিগ্রস্ত হয় এয়ারক্র্যাফটের ককপিট৷ দ্বিতীয় যাত্রায় অবতরণের সময় একটি টেলিগ্রাফের খুঁটিতে ধাক্কা মারে এয়ারল্যান্ডার-১০৷ বিশ্বের সবচেয়ে বড় এই এয়ারক্র্যাফ্টটি ৩০২ ফুট লম্বা৷ আর এর উচ্চতা ৮ তলা। এছাড়া এটি তৈরি করতে খরচ হয়েছে ৪ কোটি ডলার৷ এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৮ কিলোমিটার৷

এটি ছিল উড়োজাহাজ ও কিছুটা এয়ারসিপের মতো৷ যাত্রা শুরুর ওই দিন এয়ারল্যান্ডার ১০-কে দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিল মধ্য লন্ডনের কারডিংটনে৷ নির্মাতা সংস্থা হাইব্রিড এয়ার ভেইকেলসের পক্ষ থেকে বলা হয়েছিল, এই এয়ারক্র্যাফ্টটি সামরিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যাবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন