News71.com
 International
 24 Aug 16, 10:19 AM
 389           
 0
 24 Aug 16, 10:19 AM

বিশ্বের ধনী দেশের তালিকায় প্রথম দশে উঠে এসেছে ভারত

বিশ্বের ধনী দেশের তালিকায় প্রথম দশে উঠে এসেছে ভারত

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার বিশ্বের ১০ ধনীতম দেশের মধ্যে জায়গা করে নিল ভারত। এই ১০ টি দেশের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের মোট সম্পত্তির পরিমাণ ৫ লক্ষ ৬০০ কোটি ডলার। আর এই তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা।

নিউ ওয়ার্ল্ড ওয়েলথের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ১০টি ধনীতম দেশের মধ্যে ভারতের জায়গা সপ্তমে। কানাডা, অস্ট্রেলিয়া, ইতালিকে পেছনে ফেলেছে ভারত। এই তিনটি দেশ যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে। ১ম ধনীতম দেশ আমেরিকার সম্পত্তির পরিমাণ ৪৮ লক্ষ ৯০ হাজার কোটি ডলার। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন, আর জাপান রয়েছে তৃতীয়। এদের সম্পত্তি যথাক্রমে ১৭ লক্ষ ৪০ হাজার কোটি ডলার ও ১৫ লক্ষ ১০,০০০ কোটি ডলার। এছাড়াও প্রথম দশে জায়গা করে নিয়েছে ইউকে (চতুর্থ), জার্মানি (পঞ্চম) ও ফ্রান্স (ষষ্ঠ)।

সমস্ত জনগণের সম্পত্তির মোট হিসেব করেই এই তালিকা তৈরি করা হয়েছে। আর এর মধ্যে সরকারের সম্পত্তি নেই বলে জানানো হয়েছে এই রিপোর্টে। ভারতের জনসংখ্যা বেশি হওয়াতেই ভারত সপ্তম স্থানে উঠে এসেছে বলে ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। গত এক বছরে ভারত ও অস্ট্রেলিয়া অনেকটাই আর্থিক উন্নতি করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ২০১৬-র জুন পর্যন্ত হিসেব নিয়েই তৈরি হয়েছে এই তালিকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন