News71.com
 International
 24 Aug 16, 10:18 AM
 373           
 0
 24 Aug 16, 10:18 AM

ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্প ।।

ইতালিতে ৬.২ মাত্রার ভূমিকম্প ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণের শহর পেরুগিয়া। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। এ ঘটনায় মধ্য ইতালিরর বেশ কিছু ভবন ধসে পড়ায় বহু মানুষ ইট-পাথরের নিচে আটকা পড়েছেন ।

মার্কিন ভূতাত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি পেরুগিয়ার ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইতালির রাজধানী রোমে কিছু ভবন ২০ সেকেন্ড ধরে কেঁপেছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন