News71.com
 International
 23 Aug 16, 12:08 PM
 347           
 0
 23 Aug 16, 12:08 PM

এবার দূষণ ঠেকাতে গঙ্গায় ছাড়া হবে কচ্ছপ!

এবার দূষণ ঠেকাতে গঙ্গায় ছাড়া হবে কচ্ছপ!

 

আন্তর্জাতিক ডেস্ক: গঙ্গা পরিষ্কার করতে এবার কচ্ছপ ব্যবহার করবে ভারতের উত্তরাখণ্ড সরকার। এজন্য হৃষিকেশে ৫০০ একর জমিতে কচ্ছপ প্রজনন কেন্দ্র খুলতে চলেছে হরিশ রাওয়াতের সরকার। গত শনিবার এনিয়ে ন্যাশানাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG)-র সঙ্গে বৈঠকে বসে উত্তরাখণ্ড সরকার।

জানা গেছে, তবে সেখানে শুধু কচ্ছপই নয়, গঙ্গাকে পরিষ্কার রাখতে ৪০০টি নতুন পাকা শ্মশান তৈরি করবে তারা। তুলে দেওয়া হবে কাচা শ্মশান। কারখানার বর্জ্য পদার্থ থেকে নির্গত রাসায়নিক মিশ্রণও গঙ্গাদূষণের অন্যতম কারণ। এই ধরনের জল দূষণ থেকে রক্ষা পেতে মাছ, কচ্ছপ, কুমীরের মত জলজ প্রাণীদের থাকা বিশেষ জরুরি বলে জানান প্রশাসনের একজন কর্মকর্তা।

তিনি বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও গঙ্গাকে দূষণমুক্ত করতে সাহায্য করবে এই ধরনের জলজ প্রাণী। কিন্তু শুধু উত্তরাখণ্ডই নয়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গসহ একাধিক জায়গায় কচ্ছপের প্রজনন কেন্দ্র খোলার কথা ভাবা হচ্ছে। আর এর জন্য ১০০ দিনের অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। এক বছরের মধ্যেই এর ফল পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন