News71.com
 International
 23 Aug 16, 11:57 AM
 376           
 0
 23 Aug 16, 11:57 AM

ভারতের রাজধানি দিল্লিতে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ৩

ভারতের রাজধানি দিল্লিতে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গণধর্ষণ, আটক ৩

 

আন্তর্জাতিক ডেস্ক: এবার দিল্লিতে ৭ বছরের এক শিশুকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে তিনজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লির মন্ডাওয়ালি অঞ্চলে। ইতিমধ্যেই এই ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে তিন যুবকের বিরুদ্ধে শিশুটির পরিবার ধর্ষণের অভিযোগে FIR করেছে তাদের গতকাল সোমবার গ্রেফতার করেছে পুলিশ । আটককৃতরা হলেন, ভুরে (১৯), আমির (২১) ও ভীমসেন (১৯)। এর মধ্যে দু-জন আবার শিশুটির প্রতিবেশী।

পুলিশের একটি দায়িত্বশীল সুত্র জানায় , মন্ডাওয়ালির যমুনা খাদের অঞ্চলে ধর্ষিত শিশুটির বাড়ি। তার মা-বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিনের মতো গত রবিবার রাতেও শিশুটি বাড়ির বারান্দায় শুয়েছিল। ওই তিনজন যুবক ঘুমন্ত শিশুটিকে চুপিসারে তুলে নিয়ে যায়। রাত ১১টার দিকে তাকে ধর্ষণ করা হয়। পরে শিশুটিকে রক্তাক্ত- ক্ষতবিক্ষত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখেই তারা পালায়। তখন সে অচেতন অবস্থায় ছিল।

ডাক্তারা বলেছেন, মন্ডাওয়ালির ওই ধর্ষিতাকে প্রথমে এলবিএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে AIIMS-এর ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা এখনও সংকটজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন