News71.com
 International
 23 Aug 16, 11:52 AM
 354           
 0
 23 Aug 16, 11:52 AM

ঘুর্নিঝড় টাইফুনের কারণে টোকিওতে ৪০০ ফ্লাইট বাতিল

ঘুর্নিঝড় টাইফুনের কারণে টোকিওতে ৪০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুনের প্রভাবে জাপানে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের কারণে অভ্যন্তরীণ রুটে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। স্থানীয় আবহাওয়া বলেছে, ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। তারা ভূমিধ্বস এবং বন্যার আশংকায় সতর্কতা জারি করেছে। যদিও এখনো কেউ হতাহত হয়নি, কিন্তু স্থানীয় গণমাধ্যম বলছে সেখানে দুইজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে ।

বাতিল ফ্লাইটের বেশিরভাগই টোকিওর হ্যানেদা এয়ারপোর্ট থেকে কোথাও যাচ্ছিল বা ফিরছিল। এছাড়া নারিতা এয়ারপোর্টের রানওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। জাপান এয়ারলাইন্স বলেছেন, অভ্যন্তরীণ রুটে প্রতিষ্ঠানটি ১৮৫টি ফ্লাইট বাতিল করেছে। কিন্তু, টোকিওর অধিকাংশ যাত্রী পরিবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন