News71.com
 International
 22 Aug 16, 04:42 PM
 404           
 0
 22 Aug 16, 04:42 PM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ডক্টরেট ডিগ্রি দেবে ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকে ডক্টরেট ডিগ্রি দেবে ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়

 

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একসময় ছিলেন ভারতের রেলমন্ত্রী। রেলমন্ত্রী থাকার সময় তার কৃতিত্বকে সম্মানিত করতেই তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সম্মানে ভূষিত করতে চেয়েছে ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়।

জানাগেছে, রেলমন্ত্রী হিসেবে তার সাফল্যের পাশাপাশি অন্যান্য উন্নয়নমূলক কাজের জন্যও ‘অনরিস কজা ডক্টর’ উপাধি দিতে চায় ইউক্রেনের ‘ন্যাশনাল ইউনিভারসিটি অব রেলওয়ে ট্রান্সপোর্ট’। আর তাদের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে এসে পৌঁছেছে।

এতে করে রাজ্য প্রশাসন মনে করছে, ভারতীয়  রেলপথের আধুনিকীকরণ প্রক্রিয়াসহ ভিশন-২০২০ নামের যে কর্মসূচি মমতা শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিতে চায় এই বিশ্ববিদ্যালয়। কিন্তু মমতা এই সম্মান গ্রহণ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেন নি। অবশ্য পশ্চিমবঙ্গে মমতার চালু করা কন্যাশ্রী-র মতো বহু সামাজিক পদক্ষেপও আন্তর্জাতিক স্তরে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন