
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার গালকায়ো শহরে স্থানীয় সরকারি অফিস ও একটি বাজারে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। আর এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। এই ঘটনায় আল শাবাবের মুখপাত্র বলেছেন, দুটো গাড়িবোমা হামলা চালানো হয়। স্থানীয় চিকিৎসকরা বলেছেন, এই হামলার ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১০ জন জানালেও সেখানে নিহতের সংখ্যা ২০ জন।
এই ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন, গালকায়োতে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। আর এরই মধ্যে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। ২০ জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ধরনের বোমা বিস্ফোরণ ঘটনা সেখানে প্রায় ঘটছে। এসব ঘটনায় বেশির ভাগ ক্ষেত্রে আল শাহাবসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত।