
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ৩৫ জন। পুলিশ বলেছে, গতকাল রবিবার পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিন্ধ প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। শাহাদাতকতে যাচ্ছিলো এই বাসটি। তখন এই সময় তাথা জেলায় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। উল্লেখ এই বাসটি পাথর বোঝাই করা ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনায় সিনিয়র পুলিশ সুপার ফিদা হোসেন মাস্তোই বলেছেন, যাত্রীবাহী এই বাসটি পাথরভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের সৃষ্টি হয়। এর ফলে ৯ জনের প্রাণহানি ঘটে এবং আরও ৩৫ জন আহত হন। সংঘর্ষের এই ঘটনায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সিন্ধু প্রদেশে পৃথক একটি দুর্ঘটনায় একটি পিকআপ ট্রাক পিছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ওই ঘটনাস্থলেই দু’জন আরোহী মারা যান। গত শনিবার এই দুর্ঘটনা ঘটে।