News71.com
 International
 22 Aug 16, 12:58 AM
 431           
 0
 22 Aug 16, 12:58 AM

উত্তর কোরিয়ার পরমাণু হামলার ভয়ে তটস্থ মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার পরমাণু হামলার ভয়ে তটস্থ মার্কিন যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার পরমাণু বোমা আমেরিকার জন্য ক্রমশ হুমকি হয়ে দেখা দিচ্ছে। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির নাটকীয় অগ্রগতির কারণে পরমাণু বোমা হামলার বিষয়টি এখন আর তাত্ত্বিক নয় বরং বাস্তব হুমকি হয়ে উঠেছে বলে মনে করছে মার্কিন সরকার। উত্তর কোরিয়ার দীর্ঘ এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষেত্রে সফল পরীক্ষা এমন হুমকি সৃষ্টি করেছে ।

পরমাণু হামলার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়া আগের তুলনায় অনেক খোলামেলা হয়েছে। এসব বিষয়ে একাধিক পরীক্ষা চালাচ্ছে দেশটি। তাছাড়া, পরীক্ষার ক্ষেত্রে ব্যর্থতার কথাও খোলামেলা ভাবেই তুলে ধরছে। এতে কোনো রাখঢাকের তোয়াক্কা আর করছে না। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্রতে বসানোর উপযোগী ছোট ও হালকা পরমাণু বোমা বানাতে সফল হয়েছে উত্তর কোরিয়া ।

সব মিলিয়ে উত্তর কোরিয়া এখন আমেরিকা ও তার মিত্রদের জন্য বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো। অন্যদিকে, উত্তর কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন পুনরায় শুরু করেছে। পাশাপাশি হালকা এবং নানামুখী পরমাণু বোমা নির্মাণে এরই মধ্যে সফল হয়েছে বলে জাপানের এক বার্তা সংস্থার খবর প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে যেভাবে উত্তর কোরিয়া ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিজেদের তাতে আমেরিকার ভয় পাওয়া যথেষ্ট যুক্তিযুক্ত বলে মনে করছে সামরিক পর্যবেক্ষণরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন