News71.com
 International
 22 Aug 16, 12:00 AM
 346           
 0
 22 Aug 16, 12:00 AM

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গী নিহত ও আহত ১৪ ।।

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গী নিহত ও আহত ১৪ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে গতকাল নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে। আফগান সেনাবাহিনীর ২০৯ শাহিন কোর আজ এক বিবৃতিতে জানায়, আফগান বিমানবাহিনীর সহায়তায় যৌথ নিরাপত্তা বাহিনী কুন্দুজ প্রদেশের খান আবাদ, আলী আবাদ ও ইমাম সাহেব জেলায় অভিযান চালিয়ে ৪৩ জঙ্গিকে হত্যা করে। এ সময় আরো ১৪ জঙ্গি আহত হয়েছে ।

খান আবাদ জেলায় গত কয়েক দিনের সংঘর্ষের পর গতকাল ভোরে জঙ্গিরা সেটি দখল করে নেয়। তবে গতকাল রাতে নিরাপত্তা বাহিনী জেলাটি পুনর্দখল করে। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে খান আবাদ জেলায় তালেবানের ছায়া গভর্নর ডা. হুসেন রয়েছে ।

জঙ্গিরা খান আবাদ জেলায় বেশ কয়েকটি সরকারি ভবন অল্প সময়ের জন্য দখল করার পর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং অফিসের বিভিন্ন সামগ্রী ও যানবাহন নিয়ে যায়। গতকাল সংঘর্ষের সময় কুন্দুজের সঙ্গে পার্শ্ববর্তী তাখার ও বাদাকশান প্রদেশকে যুক্তকারী প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। তবে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, আজ সকালেও কুন্দুজ প্রদেশে থেমে থেমে সংঘর্ষ চলছিল। তালেবান জঙ্গিরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন