
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে। এতে ২জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৫জন ।
আজ এ ঘটনাটি ঘটে বলে দেশটির নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ইদি সুজিপ্তের বরাত দিয়ে স্থানীয় মাধ্যমগুলো প্রকাশ করেছে। তিনি জানান, দেশটির রিয়াউ প্রদেশের তাঞ্জাং পিনাং বন্দর থেকে নৌকাটি ১৭ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। গন্তব্যে পৌঁছার আগেই দুর্ঘটনার শিকার হয় ।
এ দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে ২জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নৌবাহিনীর নেতৃত্বে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ইদি সুজিপ্ত ।