News71.com
 International
 21 Aug 16, 01:04 PM
 355           
 0
 21 Aug 16, 01:04 PM

অদ্ভুত কিন্ত সত্য ।।ভালো লাগত বলেই খেয়েছেন ৪০টি ছুরি

অদ্ভুত কিন্ত সত্য ।।ভালো লাগত বলেই খেয়েছেন ৪০টি ছুরি

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক ব্যক্তি পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু, কোনভাবেই তার পেটে ব্যথা কমছিল না। তাই অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না। কিন্তু, অপারেশন করতে গিয়েই চিকিৎসকরা অবাক হয়ে গেলা। ৫ ঘণ্টার অপারেশনে ভারতের অমৃতসরের এক ব্যক্তির পাকস্থলী থেকে বেরোল ৪০টি ছুরি।

এই ঘটনায় জানা গেছে, দু'মাস ধরে ৪০টি ছুরি খেয়েছিলেন ওই ব্যক্তি। চিকিৎসক জিতেন্দ্র মালহোত্রা বলেচছেন, এরকম অদ্ভুত ঘটনা আগে কখনও দেখেননি। কিন্তু তার অস্ত্রোপচার সফল হয়েছি আমারা। পাঁচ জন চিকিত্সকের দল এই অস্ত্রোপচার করেন। আর ওই ব্যক্তি চিকিৎসকদের বলেছেন, ছুরিগুলি খেতে তাঁর ভালো লাগত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন