News71.com
 International
 20 Aug 16, 11:47 PM
 386           
 0
 20 Aug 16, 11:47 PM

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: আজ শনিবার জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আর রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আজ(২০আগস্ট) শনিবার আঘাত হানা ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলেছে, জাপানের উত্তরাঞ্চলীয় মিয়াকো শহরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া দপ্তর বলেছেন, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। কিন্তু ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

জাপানে মাত্র একদিন আগেই জাপানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইবারাকি এলাকায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। আজ সেখানে আবার ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন