
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মানবাধিকার দিবসে লিবিয়াকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে জাতিসংঘ গতকাল শুক্রবার বলেছেন, লিবিয়ার লক্ষ লক্ষ লোক ও অভিবাসী চরম সংকটের মুখে দিন কাটাচ্ছেন। জাতিসংঘ মহাসচিবের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার এক বিবৃতিতে বলেছেন, লিবিয়ার ২৪ লক্ষের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন।
তিনি বলেছেন, ওই সব মানুষের ওষুধ ও টিকার অভাব রয়েছে এবং তারা দুর্বল হাসপাতাল ব্যবস্থার শিকার হচ্ছে। লিবিয়ার প্রায় ৩ লক্ষ শিশু স্কুলে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে এবং প্রায় সাড়ে তিন লাখ নাগরিক দেশের ভেতরেই গৃহহীন হয়ে পড়েছে।
তিনি আরও বলেছেন, নিজ দেশ থেকে পালিয়ে যাওয়া ২ লক্ষ ৭০ হাজারের বেশি অভিবাসী চরম ঝুঁকির মুখে রয়েছে এবং তারা লিবিয়ায় আটকা পড়েছে। আআর এর ফলে লিবিয়ায় মানবিক প্রয়োজন চরম সংকটের মুখে পড়েছে। আর এজন্যই সেখানে মানবিক সাহায্য জরুরি হয়ে পড়েছে।