News71.com
 International
 20 Aug 16, 01:33 AM
 405           
 0
 20 Aug 16, 01:33 AM

কাওয়াসাকি ডিজিজ বা জাপানি জ্বরে কাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানি শহর কলকাতা ....

কাওয়াসাকি ডিজিজ বা জাপানি জ্বরে কাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানি শহর কলকাতা ....

আন্তর্জাতিক ডেস্কঃ কাওয়াসাকি ডিজিজ একটি বিরল রোগ। এই রোগে আক্রান্ত হয়ে জ্বরে কাবু কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। সাধারণত জাপানিদের এ রোগ বেশি হয়ে থাকে। তাই চলতি ভাষায় একে জাপানি জ্বর বলা হয়। একদিকে ডেঙ্গুর আক্রমণের সঙ্গে যুক্ত ছিলো চিকনগুনিয়া এবং স্ক্রাব টাইফাস রোগ। এ ত্রিমুখী আক্রমণের সঙ্গে নতুন করে যুক্ত হলো কাওয়াসাকি ডিজিজ।

বর্তমানে কাওয়াসাকি ডিজিজ জ্বরে কলকাতায় বেশ কিছু শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
সাত থেকে দশদিন ধরে চলা এ জ্বরে প্যারাসিটামলে তেমন কাজ হচ্ছে না। শরীর থেকে বেরোচ্ছে লাল রক্ত প্রবাহ। শরীরের বিভিন্ন অংশে প্রবল ব্যথা, ঠোঁটের ফেটে রক্ত বের হওয়া।

অনেক ক্ষেত্রে ডেঙ্গুর সঙ্গে মিল থাকলেও রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া যাচ্ছে না। সাধারণত পাঁচ বছরের কমবয়সী শিশুদের এ রোগ হয়ে থাকে। সবচেয়ে বেশি হয় ১৮ থেকে ২৪ মাস বয়সী শিশুদের।
বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায়, এ রোগের চিকিৎসা কিছুটা ব্যয়বহুল, ফলে রোগীর পরিবার ও স্বজনরা পরেছেন সমস্যায়।
পরিসংখ্যান বলছে, অজ্ঞাত কারণে রাজ্যে এ রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। নিরাময় হচ্ছে, তবে ধীর গতিতে। সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাঁচ বছরে ও তার কম বয়সী শিশুদের এ রোগ জ্বর হলে অতিদ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলে নির্দেশ দিয়েছেন তারা।

কলকাতার বেশকিছু সরকারি-বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, সেখানে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগ সাধারণত বর্ষাকালে বেশি হয়। তাই মনে হচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছুটা কমতে পারে এ রোগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন