News71.com
 International
 19 Aug 16, 05:27 PM
 366           
 0
 19 Aug 16, 05:27 PM

অবশেষে পাকিস্তানে বৈধতা পেতে যাচ্ছে হিন্দু বিবাহ

অবশেষে পাকিস্তানে বৈধতা পেতে যাচ্ছে হিন্দু বিবাহ

 

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ এক দশক পর পাকিস্তানের জাতীয় আইনসভায় পেশ হল বিতর্কিত 'হিন্দু বিবাহ বিল-২০১৬'। আর এই বিল পাস হলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিয়ে আইনি স্বীকৃতি পাবে।

জানা গেছে, 'হিন্দু বিবাহ বিল-২০১৬' এর বিষয়ে পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি যে রিপোর্ট দিয়েছে গত বুধবার সেটা জাতীয় আইনসভায় পেশ হয়। আর এবার শুধু সরকারি অনুমোদনের অপেক্ষা মাত্র। এতে করে এই বিষয়ে আশা করা হচ্ছে, জাতীয় আইনসভায় এবার এই বিল পাস হয়ে যাবে। কারণ দেশের শাসক দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ এই বিল সমর্থন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন