
নিউজ ডেস্কঃ সৌদি আরবের মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে রেহান উদ্দিন (৭৩) নামের বাংলাদেশি এক হজযাত্রী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । স্থানীয় সময় গতকাল রেহানের মৃত্যু হয়। রেহান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার কাশকামা গ্রামে। মদিনার হজ কর্মকর্তা হামিদুর রহমান বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রেহান উদ্দিনের পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১।
পরিচয়পত্র (আইডি) নম্বর ০৩৭৬২০৮। রেহান উদ্দিনসহ সৌদিতে এ পর্যন্ত ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ২জন, মদিনায় ১জন ও জেদ্দায় ১জনের মৃত্যু হয়।