
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল সোমবার তার জ্বালানি মন্ত্রী আর্কান্দ্রা তাহেরকে বরখাস্ত করেছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের কয়েক দিনের মাথায় তাকে বরখাস্ত করা হল। আর্কান্দ্রা তাহের ২০ বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। ইন্দোনেশিয়ার আইনে দ্বৈত নাগরিকত্বের অনুমতি নেই। অন্য দেশের পার্সপোট নিলে তাকে ইন্দোনেশিয়ার নাগরিকত্ব ত্যাগ করতে হবে।
গত সপ্তাহান্তে জানা গেছে, তাহের যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার পাসপোর্টধারী। এরপর তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন জোরালো হতে শুরু করে। তাহের বিগত ৪ বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন। কিন্তু তিনি ইন্দোনেশিয়ার পাসপোর্ট পরিত্যাগ করেননি।
স্টেট সেক্রেটারি প্রাতিকনো বলেছেন, জ্বালানি ও খনি বিষয়ক মন্ত্রী তাহেরের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্ট তাকে সম্মানজনকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেছেন, তাহেরকে বরখাস্তের আদেশ আজ মঙ্গলবার থেকে কার্যকর করা হবে। নতুন জ্বালানি মন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত সিনিয়র কেবিনেট মন্ত্রী লুহুত পান্দজাইতান এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।