News71.com
 International
 16 Aug 16, 01:02 PM
 415           
 0
 16 Aug 16, 01:02 PM

নিউইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় মোরেল গ্রেফতার

নিউইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় মোরেল গ্রেফতার

 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এই অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক অস্কার মোরেলকে (৩৫) গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আর এর আগে গত রবিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিন থেকে তাকে আটক করা হলেও পুলিশ তখন তার নাম-পরিচয় কিছুই জানায়নি। পরে গতকাল সোমবার তাকে দু'জনকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার দেখায়।

এক পুলিশ কর্মকর্তা বলেছেন, অস্কার মোরেলের বাড়ির কাছ থেকে পুলিশ রিভলবার ও কিছু জামাকাপড় উদ্ধার করেছে। আর এগুলো হত্যায় ব্যবহার করা হয়েছিল। এখন সেগুলো মিলিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, এর আগে স্থানীয় সময় গত শনিবার প্রায় ১টা ৫০মিনিটে কুইন্সের ওজনপার্ক এলাকায় স্থানীয় আল ফোরকান জামে মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহকারী থেরাউদ্দিনকে (৬৪) মাথায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর অস্ত্র হাতে একজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে প্রত্যক্ষদর্শীর বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুই বাংলাদেশির সম্ভাব্য ঘাতকের স্কেচ প্রকাশ করে তার সম্পর্কে তথ্য চেয়েছে নিউইয়র্ক পুলিশ। যেখানে ওই ঘাতকের মাথায় কালো চুল, চোখে চশমা ও মুখে দাড়ি ও গোঁফ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন