News71.com
 International
 16 Aug 16, 12:18 PM
 362           
 0
 16 Aug 16, 12:18 PM

গুজরাটে জমি না দিলে রেল লাইন অবরোধের হুমকি দিল দলিত সম্প্রদায়

গুজরাটে জমি না দিলে রেল লাইন অবরোধের হুমকি দিল দলিত সম্প্রদায়

 

আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটের সরকার যদি এক মাসের মধ্যে সেখানকার প্রতিটি দলিত পরিবারকে পাঁচ একর করে জমি না দেয় তাহলে তাঁরা সেখানকার রেললাইন অবরোধ করবেন বলে হুমকি দিয়েছেন। আর শুধু রেললাইন অবরোধ করেই তাঁরা থামবেন না। দলিতরা এর একই সাথে তাদের কাজকর্মও বন্ধ করে দেবেন। মানে তারা গবাদিপশুর মৃতদেহ পরিস্কার করা বন্ধ করে দেবেন। হাজার হাজার বছর ধরে তারা এই কাজ করে আসছেন।

গত দশদিন ধরে দলিত সম্প্রদায়ের দশ হাজারের মতো মানুষ গুজরাটের রাজধানী থেকে উনা শহরের পথে যাচ্ছেন। তাদের এই বিক্ষোভের শুরু অবশ্য অন্য এক ঘটনাকে ঘিরে।

ভারতে গো-রক্ষক হিসেবে পরিচিত হিন্দু উগ্রবাদী গোষ্ঠীর লোকজন দলিত সম্প্রদায়ের ৪ জনকে প্রকাশ্যে মারধোর করলে দলিতরা বিক্ষোভ শুরু করেন। গত মাসে ওই চারজন একটি মৃত গরুর চামড়া ছাড়াতে নিয়ে যাচ্ছিলেন। দলিতরা গরুটিকে মেরে নিয়ে যাচ্ছেন বলে প্রথমে অভিযোগ করেছিল। কিন্তু দলিত সম্প্রদায়ের লোকেরা সেই অভিযোগ অস্বীকার করে। হাজারো বছর ধরে ভারতের নিম্নবর্ণের দলিতরা নির্যাতনের শিকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন