
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি দুর্ঘটনায় ৩৩ জন বাসযাত্রীর প্রাণহানি ঘটেছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪৩ জন যাত্রী। আজ সোমবার দুপুরের দিকে কাভরি জেলার বিরতা দিরালি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নেপালের পুলিশ বলেছেন, ওই ঘটনাস্থলেই ওই বাসযাত্রীরা মারা গেছেন। গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সড়ক থেকে ৫০০ মিটার গভীরে পড়ে যায়। এতে করে বাসের ৩৩ যাত্রী নিহত হয়েছেন এবং আরো ৪৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় আহতদের উদ্ধার করে ধুলিখেল ও কাঠমাণ্ডুর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ওই বাসের অনেক যাত্রীই এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু করেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।