News71.com
 International
 15 Aug 16, 11:00 PM
 436           
 0
 15 Aug 16, 11:00 PM

শ্রীলংকায় আবারো গ্রেফতার সাবেক প্রেসিডন্ট রাজাপাকসের সাংসদ ছেলে।।

শ্রীলংকায় আবারো গ্রেফতার সাবেক প্রেসিডন্ট রাজাপাকসের সাংসদ ছেলে।।

আন্তর্জাতিক ডেস্কঃ মুদ্রাপচারে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বড় ছেলেকে আবারো গ্রেফতার করেছে পুলিশ। শ্রীলঙ্কার সাবেক সংসদ সদস্য নামাল রাজাপাকসে এ নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন।

এর পূর্বে জুলাইয়ে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। নামালের আইনজীবী প্রেমানাথ সি দোলাওয়াত্তা বলেন, ''মুদ্রাপাচার বিরোধী আইনের অধীনে পুলিশ আমার মক্কেলকে গ্রেফতার করেছে। আদালত তাকে এক সপ্তাহের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।''
দুইটি বিদেশি কোম্পানিতে নামালের বিনিয়োগের বিষয়ে শ্রীলঙ্কার ফিনানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন তদন্ত করছে বলেও জানান দোলাওয়াত্তা।

উল্লেখ্য, এক দশক ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা রাজাপাকসে শ্রীলঙ্কার অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবীদ। ২০১৫ সালের নির্বাচনে নিজ দলের প্রার্থী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান তিনি। রাজাপাকসের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সিরিসেনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন