
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া সীমান্তের কাছে থাকা তুরস্কের একটি বিমান ঘাঁটিতে যু্ক্তরাষ্ট্রের বেশ কিছু পরমাণু অস্ত্র রাখা আছে।ওয়াশিংটনভিত্তিক একটি থিংক ট্যাংক আশঙ্কা করেছে, এসব অস্ত্র 'সন্ত্রাসী কিংবা অন্য কোনো বৈরী শক্তির' হাতে পড়তে পারে। সিরিয়া সীমান্তের কাছে দক্ষিণ তুরস্কের ইনসালিক ঘাঁটিতে ৫০টির মতো পরমাণু বোমা মজুত রাখা আছে।
গত মাসে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এখান থেকেই এক সামরিক কমান্ডারকে গ্রেফতার করা হয়। এ প্রেক্ষাপটেই অভিযোগ ওঠেছে, পরমাণু অস্ত্রগুলো নিরাপদ আছে তো?
জানা গেছে, এই বোমাগুলো যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করে। তবে তুরস্কে যদি গৃহযুদ্ধ লেগে যায়, তাহলে তখন কী হবে, তার কোনো জবাব নেই। ওই অস্ত্র কোনো বৈরী শক্তির হাতে পড়তেই পারে। গত মার্চে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরাপত্তাগত কারণে সেখানে মোতায়েন সৈন্যদের পরিবার সদস্যদের ওই এলাকা ছেড়ে যেত বলা হয়। আর মূলত রাশিয়াকে ভয় দেখানোর জন্য ২৮ জন সদস্যের ন্যাটোর অন্যতম সদস্য হিসেবে তুরস্কে বোমাগুলো রাখা হয়েছে।
আবার এদিকে অভ্যুত্থানচেষ্টার পর তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রে সম্পর্কে অবনতি ঘটেছে, রাশিয়ার সাথে মাখামাখি বেড়েছে। অনেকে কেবল তুরস্ক নয়, ইউরোপের অন্যান্য দেশ থেকেও যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা সরিয়ে নিতে পরামর্শ দিচ্ছে। আর এদের মধ্যে বিশেষ করে বেলজিয়াম, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস ও তুরস্কে মোতায়েন বি৬১ গ্রাভিটি বোমাও অবিলম্বে সরানোর জন্য বলছে।