News71.com
 International
 15 Aug 16, 07:17 PM
 399           
 0
 15 Aug 16, 07:17 PM

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের সময় ঘুমিয়ে পড়লেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল....

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের সময় ঘুমিয়ে পড়লেন দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল....

আন্তর্জাতিক ডেস্কঃ লালকেল্লা থেকে তখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সামনে বসে আছেন তাবড় রাজনৈতিক নেতারা৷ আর এর মধ্যে ঘুমিয়েই পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! এই ছবি এখন নেটদুনিয়ায় হৈ চৈ ফেলে দিয়েছে৷

৭০ তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রায় ৯০ মিনিট ভাষণ দেন মোদি৷ দেশের ইতিহাসে স্বাধীনতা উপলক্ষে এত দীর্ঘক্ষণ ভাষণ দেওয়ায় সম্ভবত রেকর্ড গড়লেন বর্তমান প্রধানমন্ত্রী৷ সন্ত্রাস থেকে কাশ্মীর প্রসঙ্গে যখন তোপ দাগছেন মোদি, তখন কেজরিওয়ালের চোখ বন্ধ৷ এমনিতেই মোদি-কেজরি বিরোধিতা দেশের রাজনৈতিক মহলে সুবিদিত৷ কিন্তু দেশের এরকম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার ঘুমিয়ে পড়া কতটা যুক্তিযুক্ত, সেই সমালোচনাতেই মুখর সবাই।

তবে সত্যিই কি ঘুমাচ্ছিলেন কেজরিওয়াল৷ সোশ্যাল মিডিয়া জুড়ে কেজরিওয়ালের এ ছবি ছড়াতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন আপ নেতা৷ তার পক্ষে নেমেছেন খোদ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। তিনি অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিজেপি নেতার চোখবন্ধ ছবি টুইটারে পোস্ট করে লেখেন, 'মনে হয় প্রধানমন্ত্রীর ভাষণ একঘেয়ে ছিল'৷

তবে রাজনৈতিক মহলের একাংশ মৃদু হেসে বলছেন, এতদিনে রাহুল গান্ধী একটি কাজের কাজ করেছেন৷ কয়েকদিন আগেই দলিত নিগ্রহ ইস্যুতে যখন সংসদ উত্তাল তখন রাহুলের চোখ বন্ধ ছবি নিয়ে ঝড় উঠেছিল চারিদিকে৷ অভিযোগ ছিল, যে সংসদে ঘুমিয়ে পড়েছিলেন রাহুল গান্ধী৷ যদিও কংগ্রেসের তরফে সে অভিযোগ অস্বীকার করা হয়েছিল৷ তবে কেউ কেউ বলছেন, দেশের কোনও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ায় অন্তত রাহুল অনুপ্রাণিত করতে পেরেছেন কেজরিওয়ালকে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন