News71.com
 International
 15 Aug 16, 12:01 PM
 435           
 0
 15 Aug 16, 12:01 PM

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরে নিজের জিহ্বা কেটে পূজা দিলেন এক ছাত্রী ।।

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরে নিজের জিহ্বা কেটে পূজা দিলেন এক ছাত্রী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ধর্মের জন্য কি না করে কিন্তু গত শুক্রবার এক ছাত্রী যা করলেন তা আঁতকে ওঠার মতো ঘটনা। ধর্মকে সামনে রেখে পূজার জন্য নিজের জিহ্বা কেটে উত্সর্গ করলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। আরতি দুবে নামে ওই তরুণী বর্তমানে চিকিত্সাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের টিআরএস কলেজের ছাত্রী আরতির বয়স ১৯ বছর। সেখানকার একটি মন্দিরে গিয়ে পূজা দেওয়ার উদ্দেশ্যে নিজের জিহ্বা কেটে ফেলেন তিনি। আরতি জানিয়েছেন, তাকে দেবতা দর্শন দিয়ে জিহ্বা কেটে পূজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আর তাই তিনি এই কাজ করেছেন। এই ঘটনার মন্দিরের পুরোহিতও তাকে সাধুবাদ জানিয়েছেন। ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা মন্দিরের মধ্যেই অচেতন হয়ে পড়ে ছিলেন আরতি।

এ খবর পেয়ে পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হলেও কাউকে এখনও গ্রেফতার করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন