
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আলবামায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৩ জন দম্পতি নিহত হয়েছে। গতকাল রবিবার তুসকালুসা বিমানবন্দরে অবতরণের সময় এই বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় নিহত দম্পতিরা ফ্লোরিডায় একটি দন্তবিষয়ক সেমিনার শেষে অক্সফোর্ডে ফিরছিলেন। এ দুর্ঘটনার ফলে ১১ টি শিশু এতিম হয়ে গেছে। এসব শিশুদের কেউই বিমানে তাদের বাবা-মার সঙ্গে ছিল না।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছেন, পাইপার পিএ-৩১ বিমানটি কিসিম্মি গেটওয়ে বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এবং এটি তুসকালুসা বিমানবন্দরে গাছের ওপর বিধ্বস্ত হয়।
তুসকালুসার কাছে অবস্থিত নর্থপোর্ট কমিউনিটির মেয়র ববি হার্নডন বলেছেন, গতকাল স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে বিমানটি থেকে বিপর্যয়ের সংকেত পাঠানো হয়। এটি দ্রুত বিমানবন্দরে থাকা গাছের ওপর আছড়ে পড়ে। মাত্র ৩ মিনিটের মাথায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।