
আন্তর্জাতিক ডেস্ক: জাপান দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাবে। চীনের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে এই খবরটি প্রকাশিত হয়েছে।
জনবসতিহীন দ্বীপপুঞ্জ নিয়ে দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু ও চীনে দিয়ায়ু নামে পরিচিত। টোকিও বিভিন্ন সময় দ্বীপপুঞ্জের জলসীমায় চীনা জাহাজ অনুপ্রবেশের দাবি করে আসছে। আর এই নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার প্রতিবাদও করেছে। এই প্রেক্ষাপটে জাপানের ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।
জানা গেছে, টোকিও নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। ওকিনাওয়া প্রদেশের মিয়াকোর মত দ্বীপপুঞ্জগুলোর ৩শত কিলোমিটার এর আওতার মধ্যে থাকবে। আগামী ২০২৩ সাল নাগাদ এটা মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।