News71.com
 International
 15 Aug 16, 11:28 AM
 370           
 0
 15 Aug 16, 11:28 AM

দুই বছর আগে অপহৃত নাইজেরিয়ার স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ।।

দুই বছর আগে অপহৃত নাইজেরিয়ার স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় দুই বছর আগে নাইজেরিয়ার চিবোক শহর থেকে ২৭৬ জন স্কুলছাত্রীকে অপহরণ করেছিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এবার তারা সেই জিম্মি স্কুলছাত্রীদের মধ্য থেকে কয়েকজনের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বেশিরভাগ নারীই হিজাব পরা এবং একজনের কাছে একটি ছোট শিশুও রয়েছে। বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এই স্কুলছাত্রীদের মুক্তির বিনিময়ে তাদের সদস্যদের মুক্তি দাবি করছে।

প্রায় দুই বছর আগে অপহৃত এই স্কুল ছাত্রীদের নিয়ে দু’টি ভিডিও প্রকাশ করেছিল জঙ্গিরা। এ নিয়ে তৃতীয় ভিডিও প্রকাশ করলো তারা। নতুন ভিডিওতে মুখোশ পরা একজন সশস্ত্র ব্যক্তিকে একজনের সাথে কথা বলতে দেখা যাচ্ছে এবং তার পেছনে পঞ্চাশ জনের মতো নারী উপস্থিত রয়েছেন। যে কিশোরীটি কথা বলছে তার মাধ্যমে সরকারের প্রতি বোকো হারাম আহ্বান জানাচ্ছে যেন কর্তৃপক্ষ আটক বোকো হারাম সদস্যদের মুক্তি দেয়। কাবাকু ভাষায় ওই কিশোরী বলছিল, ''আমাদের যেন বাবা-মায়েরা উদ্ধার করে নিয়ে যাবার ব্যবস্থা করে। সরকারের সাথে আলাপ করো যেন আমরা ঘরে ফিরে যেতে পারি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন