News71.com
 International
 14 Aug 16, 01:19 PM
 413           
 0
 14 Aug 16, 01:19 PM

মালয়েশিয়ায় মানবপাচার এবং জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ আটক ২০ ।।

মালয়েশিয়ায় মানবপাচার এবং জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ আটক ২০ ।।

 

নিউজ ডেস্ক: মানবপাচার এবং জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিসহ ২০ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। গতকাল ভোরে দেশটির জালান গেনটিং ক্লাং এলাকা থেকে কুয়ালালামপুর জেলা পুলিশের বিশেষ আভিযানে তাদের আটক করা হয়।

দেশটির ওয়াংশা মাজুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রয় সুহায়মি শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জালান গেংটিং ক্লাংয়ের একটি আবাসিক হোটেল থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জাল পাসপোর্ট, ৩টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টারসহ অনেক সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে মালয়েশিয়ার জালান লোকইয়োর একটি কলেজে স্টুডেন্ট ভিসায় অবস্থান করে বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গ্রেফতারের পর দেশটির পাসপোর্ট আইনের বিধি মোতাবেক তাকে রিমান্ডে নেয়া হয়েছে। তবে তার নাম জানাননি পুলিশ।

এদিকে, গত ১৩ই মে একই অপরাধে জড়িত থাকার অভিযোগে কুয়ালালামপুর এয়ারপোর্টে মানবপাচার ও পাসপোর্ট জালিয়াত চক্রের ১৯ সদস্যকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন