
আন্তর্জাতিক ডেস্কঃ মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন সুইডেনের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আইদা হ্যাজেলিক। গতকাল এক সংবাদ সম্মেলনে তার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
দক্ষিণ শহর মালমোতে গত বৃহস্পতিবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার শরীরে ০.২ মাত্রার অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। পদত্যাগের পাশাপাশি ৬ মাসের কারাদণ্ডও হতে পারে তার। ২৯ বছর বয়স্ক হ্যাজেলিক গত শুক্রবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং এ কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
বসনিয়া-হার্জেগোভিনায় জন্ম নেয়া হ্যাজেলিক সুইডেন সরকারের মন্ত্রিসভার প্রথম নারী মুসলিম মন্ত্রী ছিলেন। ২০১৪ সালে লোফভেনের মন্ত্রিসভায় যোগ দেন তিনি। ৫ বছর বয়সে বসনিয়া থেকে তিনি সুইডেনে চলে আসেন। ২৯ বছর বয়সী আইদা সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী। তিনি বর্তমান সুইডিস সরকারের উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।