News71.com
 International
 14 Aug 16, 01:01 PM
 404           
 0
 14 Aug 16, 01:01 PM

নিউইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন প্রবাসীরা....

নিউইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন প্রবাসীরা....

 

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ইমামসহ ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে  এ হত্যাকান্ডের জন্য রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

তাদের দাবি, এ ঘটনা মুসলিমদের প্রতি ট্রাম্পের ঘৃণার বহিঃপ্রকাশ। কথিত ‘ইসলামভীতির’ কারণেই এ জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন ক্ষুব্ধ প্রবাসীরা। গতকাল স্থানীয় সময় দুপুর ২ টায় শহরের ওজন পার্ক এলাকার গ্লেনমোর এভিনিউর আল ফুরকান জামে মসজিদে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি তার সহযোগী তারা উদ্দিন মিয়া। এর কয়েক মিনিট আগেই আল ফুরকান জামে মসজিদে তারা একসঙ্গে নামাজ আদায় করেন। এ ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নিউইয়র্কের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করে জঘন্যতম এ হত্যাকান্ডের জন্য বিচার দাবি করেছেন।

এ হত্যাকাণ্ডের পর স্থানীয় মুসল্লিরা ঘটনাস্থলে সমবেত হন। আল ফুরকান জামে মসজিদে সমবেত হয়ে তারা এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। দাবি করেন, ধর্মীয় কারণেই সুনির্দিষ্টভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম (৩৩) জানান, “এটা প্রকৃত আমেরিকার চিত্র নয়। আমরা এ ঘটনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছি। ট্রাম্প ও তার নাটক ইসলামভীতি সৃষ্টি করেছে।

আল ফুরকান জামে মসজিদ সংলগ্ন আরেকটি মসজিদের সভাপতি কবির চৌধুরী। তিনি জানান, “আমরা বিচলিত, বিধ্বস্ত। আমাদের এর গভীরে যাওয়া দরকার। এটা জানা দরকার যে, শুধু ধর্মীয় কারণেই তারা এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা। গতকাল স্থানীয় সময় বেলা ২টার দিকে নিউইয়র্কের কুইন্সে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক ১জন প্রত্যক্ষদর্শী জানান, তিনি আকস্মিকভাবে ৫টি গুলির শব্দ শুনেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি ছিলেন ১জন লম্বা হিস্পানিক (স্প্যানিশ ভাষাভাষী যুক্তরাষ্ট্রের অধিবাসী)। গাড় নীল রঙ-এর শার্ট ও শর্ট প্যান্ট পরা ওই ব্যক্তি একটি বড় আকারের বন্দুক বহন করছিলেন। ঘটনার ১জন প্রত্যক্ষদর্শী ২৭ বছরের স্টিভেন নাউথ। তিনি জানান, এ ঘটনায় আমি সন্ত্রস্ত হয়ে পড়ি। আমার ছোট জ্ঞাতিভাই সেখানে ছিল। আমি তাকে সেখান থেকে দৌড়াতে বলি।

ইমাম আলালা উদ্দিন আকুঞ্জি ব্যক্তিগত জীবনে ৩ সন্তানের জনক। ২ বছরেরও কম সময় আগে তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি ১জন প্রসিদ্ধ আলেম হিসেবে খ্যাতি লাভ করেন। ইমাম আলালা উদ্দিন আকুঞ্জির ভাই মাশুক উদ্দিন জানান, একটি বুলেট তার ভাইয়ের মস্তিষ্কে আঘাত করে। মৃত্যুর আগে তাকে জ্যামাইকা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১জনকে শনাক্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন