
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন ভারতীয় জেলে ও নৌকার মালিক ইরানে আটক হয়েছেন। গতকাল শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তারা শারজাহ থেকে গত ০২ আগস্ট সমুদ্রে মাছ ধরতে গেলে ভুল করে ইরানের জলসীমায় প্রবেশ করলে ইরানি কর্তৃপক্ষ সমুদ্র থেকে তাদের আটক করে।
নৌকার মালিক আমিরাতের নাগরিক জসিম আবদুল্লাহ আল রেইসসির এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, ইরান থেকে জসিম তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্ত্রীকে বলেছিলেন তাদের ইরানি কর্তৃপক্ষ আটক করেছ। তাদের নিরাপদে রাখা হয়েছে, শিগগিরই আদালতে জসিম ও তিন ভারতীয় জেলেদের উপস্থাপন করবে ইরানী কর্তৃপক্ষ।
নিখোঁজ জেলেরা হলেন, দক্ষিণ ভারতের কন্যাকুমারী জেলার রবার্ট পারতালোমি, সেলভাম জোসেফ এবং ভারতের থিরুনেলভেলি জেলার ভিয়াগুলা আর্নল্ড ও আমিরাত নাগরিক নৌকার মালিক জসিম আবদুল্লাহ আল রেইসসি।