News71.com
 International
 13 Aug 16, 09:31 PM
 388           
 0
 13 Aug 16, 09:31 PM

ভারতে যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী একটি ট্যাংকারের সংঘর্ষ ।। নিহত ৮ জন আহত ১৫

ভারতে যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী একটি ট্যাংকারের সংঘর্ষ ।। নিহত ৮ জন আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে শনিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে দ্রুতগামী একটি ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জনের মৃত্যু ও অপর ১৫ জন আহত হয়েছে।এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা একথা জানান।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বাসটি যমুনা এক্সপ্রেসওয়ের একপাশে দাঁড় করানো ছিল। তীব্র বেগে আসা ট্যাংকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়।’ নিহতদের অধিকাংশই বাসের যাত্রী। বাসটি দিল্লী থেকে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের আউরাইয়া যাচ্ছিল।


ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলেই ৮ জন মারা যায়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেন। যমুনা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা প্রবণ এলাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন