News71.com
 International
 13 Aug 16, 07:08 PM
 456           
 0
 13 Aug 16, 07:08 PM

তীব্র গরমে অতিষ্ঠ লাখ লাখ আমেরিকান : সতর্কবার্তা কর্তৃপক্ষের

তীব্র গরমে অতিষ্ঠ লাখ লাখ আমেরিকান : সতর্কবার্তা কর্তৃপক্ষের

 

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র তাপ ও আর্দ্রতা এ দুয়ে মিলে আমেরিকার লাখ লাখ নাগরিককে পোহাতে হচ্ছে ভয়ংকর গরমের অসহ্য যন্ত্রণা। নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার তাপমাত্রা গতকাল দাঁড়িয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এ পরিস্থিতি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ।

 

কর্তৃপক্ষ বিশেষ করে বয়স্ক, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং বাইরে কাজ করছেন এমন লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তাছাড়া ঘরেই অবস্থান করতে, সম্ভব হলে তাপানুকুল যন্ত্রের ব্যবহার, ঝুঁকিপূর্ণ বন্ধু ও প্রতিবেশীদের খোঁজ নিতে, তরল খাবার খেতে এবং গাড়িতে শিশু কিংবা পোষা প্রাণীদের একা না ছেড়ে আসার পরামর্শ দেয়া হয়েছে ।

 

জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদ ডেভিড রথ জানান, ওহাইওর দক্ষিণ-পশ্চিম থেকে ওয়াশিংটন ও ভার্জিনিয়ার পশ্চিমাঞ্চল এবং ফিলাডেলফিয়া, নিউইয়র্ক ও বোস্টনের উত্তরাঞ্চল জুড়ে এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, ডালাস, ওয়াশিংটন, নিউ জার্সির অংশবিশেষ এবং নিউইয়র্কের লং আইল্যান্ডে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। মেরিল্যান্ডের ওশান সিটি থেকে কানেকটিকাটের ৫টি স্থানেও আজ একইধরণের তাপমাত্রা থাকতে পারে। আগামীকাল ও আগামী সোমবার নাগাদ তাপমাত্রা কিছুটা কমে আসবে ।

 

এদিকে লুইজিয়ানা ও মিসিসিপিতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ থেকে ১৫ ইঞ্চি। আগামী ২দিনে লুইজিয়ানার কয়েকটি এলাকায় আরো ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এ ধরণের বৃষ্টিপাতের ঘটনা সাধারণত ঘটেনা বলে জানান ডেভিড রথ। লুইজিয়ানার গভর্ণর জন বেল এডওয়ার্ড জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে আজ সকালে তিনি সংবাদ সম্মেলন করেন ।

 

রাজধানী শহর ব্যাটন রুজে পানির তোড়ে ভেসে ১জন মারা গেছে। বন্যার কারণে অধিকাংশ সড়ক বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় আবহাওয়া বিভাগ নতুন করে আরো বন্যার বিষয়ে সতর্ক করেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন