
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের এক ভিডিও–তে পাকিস্তানি যুদ্ধ বিমানের চিত্র ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। আর এই ব্যাপারে বিভ্রত সরকার সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নিয়েছে সেই ভিডিওটি।
ভারতের ৭০তম স্বাধীনতা দিবসের আগে গর্বের সঙ্গে বায়ুসেনা বিমান ‘তেজস’–এর একটি ভিডিও টুইটারে পোস্ট করে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু এই ভিডিওটি চোখে পড়তেই সমালোচনার শুরু হয়। এতে করে দেখা গেছে, ভিডিও–তে যে যুদ্ধবিমানটিকে ‘তেজস’ বলে দাবি করা হয়েছে, সেটি আসলে পাকিস্তানি যুদ্ধ বিমান ‘জে এফ–১৭’। আর তারই গায়ে জাতীয় পতাকা লাগানো হয়েছে।
এই স্বাধীনতা দিবসের ভিডিও–তে প্রতিবেশী দেশের বিমানকে নিজের দেশের বলে চালানোয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়টি চোখে পড়তেই তড়িঘড়ি ভিডিওটি সরিয়ে নেওয়া হয়। পরে সরকারি সূত্রে বলা হয়েছে, ‘তেজস’ ও ‘জে এফ–১৭’ দেখতে প্রায় একই রকম। এজন্য ভুল হয়ে গেছে। পাকিস্তান ও চীনা উদ্যোগে তৈরি যুদ্ধ বিমান ‘জে এফ–১৭’। এর কিছুদিন আগে শ্রীলঙ্কা এই বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বাতিল করে। সম্প্রতিক ‘তেজস’ কিনতে ইচ্ছা প্রকাশ করেছে তারা।
কিন্তু ভারতই প্রথম নয়, এর আগে পাকিস্তানও প্রায় একই ভুল করেছিল। বিগত ২০১১ সালের মার্চ মাসে নৌ–জাহাজের একটি বিজ্ঞাপন দেয় তারা। কিন্তু সেটি আদতে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ ছিল।