আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে জরুরি অবতরণ করা পাকিস্তানি হেলিকপ্টারের অপহৃত ৬ ক্রু মুক্তি পেয়েছে। আফগানিস্তানের একটি গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে পাকিস্তান সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এই ৬ ক্রুকে অপহরণ করা হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আন্তঃউপজাতি বিনিময়ের মাধ্যমে এই ক্রুদের মুক্তি দেয়া হয়েছে। আজ শনিবার তারা ইসলামাবাদ পৌঁছেছেন।’
তিনি সুনির্দিষ্টভাবে জানাননি যে কারা এই ক্রুদের পণবন্দি করেছিল অথবা কী উপায়ে এরা মুক্তি পেল।
তিনি আরও বলেছেন, ক্রুদের ৫ জন পাকিস্তানি ও ১ জন রুশ নাগরিক। তারা সকলের স্বাস্থ্যই ভাল রয়েছে।’ পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রুরা নিরাপদে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন। আফগানিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ বলেছেন, গত ৪ আগস্ট হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর তালেবান জঙ্গিরা এর ৬ ক্রুকে অপহরণ করে নিয়ে গিয়েছিল।