News71.com
 International
 13 Aug 16, 05:53 PM
 427           
 0
 13 Aug 16, 05:53 PM

ভারতে গরু নিয়ে সংঘর্ষে এবার বিজেপি সমর্থকের মৃত্যু

ভারতে গরু নিয়ে সংঘর্ষে এবার বিজেপি সমর্থকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: গরু নিয়ে সংঘর্ষে এবার মৃত্যু হলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন সমর্থকের। গতকাল শুক্রবার উত্তর প্রদেশের বাল্লিয়াতে এই ঘটনা ঘটে। ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি পরও গো-রক্ষা সংক্রান্ত এই সংঘর্ষ ঘটলো। আর এবার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে।

এই অভিযোগে প্রকাশ পেয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গরু বোঝাই একটি ট্রাক আটক করে পুলিশ। ওই ট্রাকে ৭টি গরু ছিল। অন্যদিকে আবার পুলিশ বলেছেন, গরুগুলো বহন করা সংক্রান্ত কাগজপত্র ঠিক ছিল না। তাছাড়া ট্রাক রেখেই পালিয়ে যায় ওই চালক। আর এজন্যই গরুগুলো থানায় নিয়ে আসা হয়।

আর এর কিছুক্ষণ পরেই সমর্থকদের নিয়ে থানায় চড়াও হন বিজেপি এমপি উপেন্দ্র তিওয়ারি। তিনি গরুগুলো ছেড়ে দেয়ার দাবি করেন। তিনি বলেছেন, স্থানীয় মেলা থেকে গরুগুলো কিনেছিলেন গ্রামের বিনোদ যাদব। চালকের কাছে বৈধ কাগজপত্রও ছিল। তা সত্ত্বেও তার থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে মারধর করে পুলিশ। থানায় গিয়ে কাগজপত্র পেশ করলেও গরু বা ট্রাক ছাড়তে রাজি হয়নি পুলিশ। আর উল্টে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

পুলিশ গরুগুলো ছাড়তে অস্বীকৃতি জানানোর পরই শুরু হয় সংঘর্ষ। তখন পুলিশ এই সময় লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। ওই সংঘর্ষের এক পর্যায়ে গুলিতে মারা যান তিওয়ারির সহযোগী বিনোদ রাই। ওই থানার অফিসার মনোজ কুমার ঝা অবশ্য গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন