News71.com
 International
 13 Aug 16, 05:26 PM
 407           
 0
 13 Aug 16, 05:26 PM

বিশ্বে সর্বাধিক সুনাম রয়েছে যে ১৯ দেশের

বিশ্বে সর্বাধিক সুনাম রয়েছে যে ১৯ দেশের

নিউজ ডেস্ক: সম্পতিক সময়ে রেপুটেশন ইন্সটিটিউট তাদের ‘রিপট্র্যাক ইনডেক্স’-এর আওতায় বিভিন্ন দেশের সুনাম বিশ্লেষণ করেছে। এতে করে যেসব বিষয় বিবেচনা করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে রপ্তানির মান, বিশ্ব সংস্কৃতিতে অংশগ্রহণ, জীবনযাত্রার মান, সাধারণ মানুষের সহ্যক্ষমতা, সৌন্দর্য ও নিরাপত্তা। এ লেখায় তুলে ধরা হলো মাপকাঠি অনুযায়ী এই বছরের তালিকায় বিভিন্ন দেশের অবস্থান।

১. সুইডেন:  সুইডেনের স্কোর ৭৮.৩৪। সারা বিশ্বে মানসম্মত রপ্তানি, বিশ্ব সংস্কৃতিতে অংশগ্রহণ, জীবনযাত্রার মান, সাধারণ মানুষের সহ্যক্ষমতা, সৌন্দর্য ও নিরাপত্তা সবদিক দিয়েই এগিয়ে রয়েছে সুইডেন। আর সুইডেনে এসব বিষয়ের পাশাপাশি রয়েছে নিম্ন অপরাধ, সুন্দর নগর ও আরামদায়ক আবহাওয়া। সব মিলিয়ে এ তালিকার একেবারে ওপরের দিকেই থাকবে সুইডেন, একথা চোখ বন্ধ করেই বলা যায়। আর এই কারণেই সুইডেন তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।

২. কানাডা:  কানাডার স্কোর ৭৭.৮২। মানসম্মত চিকিৎসা, জীবনযাত্রার মান, সাধারণ মানুষের সহ্যক্ষমতা, সৌন্দর্য ও নিরাপত্তা ইত্যাদি বহু দিক দিয়ে এগিয়ে থাকায় বহু মানুষই কানাডাকে বসবাসের জন্য বেছে নিচ্ছে। আর কানাডা এসব কারণে তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

৩. সুইজারল্যান্ড:  সুইজারল্যান্ডের স্কোর ৭৭। ইউরোপের কেন্দ্রবিন্দু এই সুইজারল্যান্ড। সারা বিশ্বে মানসম্মত পণ্য রপ্তানি, জীবনযাত্রার মান, সৌন্দর্য ও নিরাপত্তা বহু দিক দিয়েই এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। আর সুইজারল্যান্ড রয়েছে আল্পস পর্বতমালার বিশাল অংশ, যা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে।

৪. অস্ট্রেলিয়া:  অস্ট্রেলিয়ার স্কোর ৭৬.৮৪। বিস্তৃত স্থান জুড়ে থাকা দেশ, শক্তিশালী অর্থনীতি, উন্নত কৃষি ও বৈচিত্রময় প্রাণীজগৎ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়ার দারুণ সব শহর-বন্দর। আর অস্ট্রেলিয়াতে রয়েছে অসংখ্য খনি, যা অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছে। এছাড়া অস্ট্রেলিয়াতে পর্যটন ব্যবসাও জমজমাট।

৫. নরওয়ে:  নরওয়ের স্কোর ৭৬.১৮। নরওয়ের অর্থনীতির একটি বড় শক্তি হলো রপ্তানি। এই নরওয়ে দেশে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। এছাড়া নরওয়ের পর্যটন শিল্পও শক্তিশালী।

৬. ফিনল্যান্ড:  ফিনল্যান্ডের স্কোর ৭৫.১৬। ইউরোপিয় ইউনিয়নের পূর্ণ সদস্য এই  ফিনল্যান্ড দেশের অধিবাসীদের জীবনযাত্রার মান বিশ্বের মধ্যে অন্যতম উন্নত। এছাড়া ফিনল্যান্ডের ম্যানুফ্যাকচারিং খাত ও রপ্তানি অত্যন্ত শক্তিশালী।

৭. নিউজিল্যান্ড:  নিউজিল্যান্ডের স্কোর ৭৪.৬৮। নিউজিল্যান্ড পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। নিউজিল্যান্ড দেশের অপরাধের হার যেমন কম তেমন সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিও চোখে পড়ার মতো।

৮. ডেনমার্ক:  ডেনমার্কের স্কোর ৭৪.২৫। ইউরোপের মেইনল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার মধ্যে সংযোগ স্থাপন করছে ডেনমার্ক। এটি টুরিস্ট হটস্পটও বটে। ডেনমার্কের অধিবাসীদের জীবনযাপনও অত্যন্ত উন্নতমানের।

৯. আয়ারল্যান্ড:  আয়ারল্যান্ডের স্কোর ৭৪.১। আয়ারল্যান্ড দেশের অর্থনীতি অত্যন্ত দ্রুত উন্নত হচ্ছে। আর আয়ারল্যান্ডের জীবনযাত্রার মান যেমন উন্নত তেমন সুনামও মন্দ নয়।

১০. নেদারল্যান্ডস:  নেদারল্যান্ডসের স্কোর ৭৩.৯০। নেদারল্যান্ড দেশের জনগণ অত্যন্ত সহানুভূতিশীল। এছাড়া সেখানকার অর্থনীতিও শক্তিশালী। রটারডাম বিশ্বের অন্যতম বড় বন্দর, যা ব্যবহার করে ইউরোপের বহু দেশেই সারা বিশ্বে পণ্য আমদানি-রপ্তানি করে।

১১. অস্ট্রিয়া:  অস্ট্রিয়ার স্কোর ৭২.৪৪। আর অস্ট্রিয়া  ইউরোপের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত। এখানকার জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত।

১২. ইটালি:  ইটালির স্কোর ৭১.৬৮। ইটালি দেশের উন্নতমানের রপ্তানি ও পর্যটক আকর্ষণের ক্ষমতার কারণে বিশ্বে অত্যন্ত সুনামের অধিকারী।

১৩. যুক্তরাজ্য:  যুক্তরাজ্যের স্কোর ৭১.০৮। আর যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন থেকে বের হওয়া নিয়ে জটিলতায় অর্থনীতি কিছুটা হুমকির সম্মুখীন। তার পরেও এই দেশের অবস্থান তালিকায় যথেষ্ট ওপরে।

১৪. জাপান:  জাপানের স্কোর ৭০.৯৭। জাপানিদের উদ্ভাবন, উচ্চমানের যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্য দেশটিকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

১৫. ফ্রান্স:  ফ্রান্সের স্কোর ৬৯.৩২। প্যারিস বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এছাড়া ফ্রান্সের অন্যান্য ক্ষেত্রেও সুনাম কম নয়।

১৬. বেলজিয়াম:  বেলজিয়ামের স্কোর ৬৭.৯৫। ব্রাসেলস ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। বেলজিয়ামের আরও বহু বিষয়েই বিশ্বসেরা।

১৭. স্পেন: স্পেনের স্কোর ৬৭.৭৩। পর্তুগালের মতোই স্পেন সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক বিপর্যয়ের কবলে পড়েছে। কিন্তু এতেও খুব একটা সুনাম খুন্ন হয়নি স্পেনের।

১৮. জার্মানি:  জার্মানির স্কোর ৬৭.৫৫। আর জার্মানি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি। এছাড়া জার্মানির রপ্তানিপণ্যের সুনামও রয়েছে বিশ্বজুড়ে।

১৯. পর্তুগাল:  পর্তুগালের স্কোর ৬৬.৫৩। পর্তুগালের অর্থনীতি নানা চড়াই-উৎরাই পেরিয়ে এগিয়ে চলেছে। এছাড়া পর্তুগালের পর্যটন খাতও শক্তিশালী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন