News71.com
 International
 13 Aug 16, 05:21 PM
 365           
 0
 13 Aug 16, 05:21 PM

৯০ বছরে পা রাখলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো

৯০ বছরে পা রাখলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো

 

নিউজ ডেস্ক: আজ ১৩ আগস্ট ৯০ বছরে পা রাখলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। প্রায় অর্ধশতাব্দী সময় ধরে কিউবার নেতৃত্বে থাকা এই সমাজতান্ত্রিকের জন্মদিন উপলক্ষে কিউবার সরকারি পত্রিকায় বিশেষ সংখ্যা করা হয়েছে।

এ ছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরো। ৯০ বছরে পা রাখার বহু আগেই বৈশ্বিক রাজনীতির ইতিহাসের একটি বড় অংশে নিজের অবস্থান পোক্ত করেছেন কাস্ত্রো। অনেক দেশেই কাস্ত্রোকে সমাজতান্ত্রিকরা তাদের নায়ক হিসেবে কল্পনা করে। আবার পশ্চিমাসহ অনেক দেশেই ঘৃণার পাত্র বিপ্লবী এই নেতা। কাস্ত্রোর ৪৮ বছরের শাসনামলে ১০ জন মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার পালাবদল ঘটেছে। তবে সেই চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র আর কিউবার শত্রু নেই, তাকে বন্ধু বলেই গ্রহণ করেছে কাস্ত্রোর দেশ।

১৯৫৯ সালে যখন তিনি স্বৈরশাসক বাতিস্তুতার সরকারকে উৎখাত করেন। ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজের জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট। বাতিস্তুতা সরকারকে উচ্ছেদের পর ১৯৫৯ সালের ডিসেম্বর থেকে ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা অর্পণ করেন ফিদেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন